ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

ডেঙ্গুতে একজনের মৃত্যু, বেশিরভাগ হাসপাতাল তথ্য দেয়নি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২৭ পিএম, ২১ জুলাই ২০২৩ শুক্রবার

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯৬ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯৬ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪০৩ জন ও ঢাকার বাইরের ৪৯৩ জন।

হঠাৎ করে মৃত্যু ও আক্রান্ত কমে যাওয়ার পেছনে সুনির্দিষ্ট কারণ রয়েছে। ঢাকার অধিকাংশ হাসপাতাল আজ অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমে তথ্য পাঠায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ঢাকার ২৯টি বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালের পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা হাসপাতালসহ ৬টি সরকারি হাসপাতালও রয়েছে। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৪৪৩ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৬৪৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১০ হাজার ৭৯৭ জন।

এসবি/