ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২৭ ১৪৩১

মেসির গোলে খরা কাটালো মিয়ামি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩ এএম, ২২ জুলাই ২০২৩ শনিবার

অভিষেক ম্যাচেই দুর্দান্ত গোল করলেন লিওনেল মেসি। তার শেষ মুহূর্তের গোলেই মেক্সিকান ক্লাব ক্রজ আজিলের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে ইন্টার মায়ামি।

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে লিগ কাপের এই ম্যাচে শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি ও সার্জিও বুটকেটসকে। 

তবে নতুন কোচ টাটা মার্টিনোর অধিনে এদিন শুরু থেকে উজ্জীবিত ফুটবলে প্রতিপক্ষকে চাপে রাখে ইন্টার মায়ামি। প্রথমার্ধে এগিয়েও যায় দলটি।

বিরতির পর মাঠে নামেন মেসি। ৬৫ মিনিটে ম্যাচে ফেরে মেক্সিকান ক্লাব ক্রুজ আজিল। যোগকরা সময়ে ফ্রী কিক পায় ইন্টার মিয়ামি। সেখান থেকে চমৎকার গোলে দলকে জয় এনে দেন লিওনেল মেসি। 

এতে টানা দেড়মাসের জয়খরা কাটালো ইন্টার মায়ামি।

এই জয়ের ফলে লিগ কাপে নিজেদের প্রথম ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করলো ইন্টার মায়ামি। লিগ কাপের গ্রুপে তাদের প্রতিপক্ষ আটালান্টা ইউনাইটেড। আগামী ২৬ তারিখ এই মাঠেই দলটিকে আতিথ্য দিবে ইন্টার মায়ামি। 

এএইচ