ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১ ১৪৩১

ডেঙ্গু চিকিৎসায় অগ্রণী ভূমিকায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৫ পিএম, ২৩ জুলাই ২০২৩ রবিবার | আপডেট: ০৫:৫৫ পিএম, ২৩ জুলাই ২০২৩ রবিবার

ডেঙ্গু জ্বরের চিকিৎসায় চলতি বছরের জুন মাস থেকে আজকে পর্যন্ত ৬৯০ জন রোগীকে চিকিৎসা প্রদান করেছে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। ৫২৮ শয্যার হলি ফ্যামিলি হাসপাতালে গত ২৪ ঘন্টায় ১৯৩জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে প্রাপ্ত বয়স্ক রোগীর সংখ্যা ১৩৬ জন ও শিশু রয়েছে ৫৭ জন। বর্তমানে হাসাপাতালের ধারণ ক্ষমতার প্রায় দুই-তৃতীয়াংশ শয্যায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। জরুরী এ পরিস্থিতিতে সব ধরণের সেবা দিতে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৯টি ব্লাড ব্যাংকও।
  
হলি ফ্যামিলি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২০২১ সালে ডেঙ্গু জ্বর ভয়াবহ রূপ ধারণ করলে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালকে ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়। সে ধারাবাহিকতায় এ বছরও ডেঙ্গু চিকিৎসায় নিবেদিত হাসপাতাল হিসেবে কাজ করছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল। উন্নত চিকিৎসা ব্যবস্থা ও আন্তরিক চিকিৎসা সেবায় হাসপাতালটি রোগী ও তার স্বজনদের আস্থার জায়গা করে নিয়েছে। বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুজ্বরে রোগী মৃত্যুর ঘটনা ঘটলেও হলি ফ্যামিলি হাসপাতালে ডেঙ্গুজ্বরে এখন পর্যন্ত কোন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রোগী ভর্তির বিষয়টি উদ্বেগজনক হলেও হাসপাতালের সক্ষমতা রয়েছে। ডেঙ্গু রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের মেডিসিন বিভাগসহ বিভিন্ন কেবিনে ডেঙ্গু রোগী ভর্তি করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। পেটব্যাথা, বমি, ডায়রিয়া, খেতে না পারার মতো উপসর্গগুলোর উপস্থিতি থাকলে হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়া হয় বলে জানান চিকিৎসকরা। ডেঙ্গুজ্বরে সচেতনতার বিকল্প নেই উল্লেখ চিকিৎসকরা এই মৌসুমে প্রচুর পানি, শরবত ও তরলজাতীয় খাবার গ্রহণের পরামর্শ দেন। একইসাথে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্যের ব্যাপারে আরো যত্নশীল হওয়ারও পরামর্শ দেন তারা। 

এদিকে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে এডিস মশার বিস্তার রোধে ও মশা নিধনে কাজ করছে সোসাইটির যুব সেচ্ছাসেবকবৃন্দ। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে লিফলেট বিতরণ এবং মাইকিং এর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতেও কাজ করছেন তারা। এছাড়া ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতায় জরুরী তহবিল গঠনের প্রস্তুতি নিয়েছে বিডিআরসিএস। 
কেআই//