ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২৭ ১৪৩১

ইন্টার মায়ামির নেতৃত্বে মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩ এএম, ২৫ জুলাই ২০২৩ মঙ্গলবার

ইন্টার মায়ামির নেতৃত্ব পাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কোচ তাতা মার্তিনো।

দুই দিন আগে দলটির হয়ে অভিষেক ম্যাচে আর্মব্যান্ড পরেন মেসি। নতুন দলে, নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নেয়ার আগেই লিওনেল মেসির কাঁধে উঠলো বড় দায়িত্ব। 

যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে নতুন পথচলায় শুরুর দিনেও বিশ্বকাপ জয়ী মহাতারকা ছিলেন আপন রুপে উজ্জ্বল। লিগস কাপের ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে বদলি নেমে শেষ মুহূর্তে দর্শনীয় ফ্রি কিকে গড়ে দেন ব্যবধান। 

ক্লাবটির অধিনায়ক গ্রেগর পায়ে চোট পাওয়ায় ঐদিনই নেতৃত্বের আর্মব্যান্ড পরেন মেসি।

ইউরোপের পাঠ চুকিয়ে কিছুদিন আগে দুই বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেন আর্জেন্টাইন তারকা। মেসিকে পেয়ে নতুন স্বপ্ন দেখছে ইন্টার মায়ামি।

এএইচ