ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

ইবিতে নতুন পাঁচ সহকারী প্রক্টর

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ২৫ জুলাই ২০২৩ মঙ্গলবার

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী প্রক্টর হিসেবে পাঁচ শিক্ষককে আগামী এক বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

সোমবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানা যায়। 

এতে বলা হয়, নতুন দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রক্টরগণ তাদের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন। 

সহকারী প্রক্টর হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মওদুদ আহমেদ, অর্থনীতি বিভাগের প্রভাষক ড. মো: আরিফুল ইসলাম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মিঠুন বৈরাগী, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো: ইয়ামিন মাসুম, ফাইন আর্টস বিভাগের প্রভাষক মোসা: তানিয়া আফরোজ।

এছাড়াও অফিস আদেশে বিদায়ী সহকারী প্রক্টরদের একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, বর্তমানে ইবির প্রক্টরের দায়িত্বে আছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ আজাদ। 

এএইচ