ঢাকা, শুক্রবার   ৩১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১৬ ১৪৩১

নলডাঙ্গায় ট্রেনে কাটা পরে এক ব্যক্তির মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৭ এএম, ২৫ জুলাই ২০২৩ মঙ্গলবার

নাটোরের নলডাঙ্গায় ট্রেনের নিচে কাটা পরে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত তিনটার দিকে নলডাঙ্গা উপজেলার মাধানগর রেলওয়ে স্টেশনের ১ কিলোমিটার দক্ষিণে ২৪৩ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাষ্টার আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে ওই ব্যক্তি। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। 

রেলওয়ে পুলিশ আসার পর লাশের আইনগত প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি। 

এএইচ