ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

চীনসহ পাঁচ দেশ থেকে জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩০ পিএম, ২৬ জুলাই ২০২৩ বুধবার

চীনসহ পাঁচ দেশ থেকে পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার। ১২ হাজার ৮৫১ কোটি টাকায় এসব দেশ থেকে মোট ১৬ লাখ ৮০ হাজার টন জ্বালানি তেল আমদানি করা হবে। তেল কেনা হবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার (২৬ জুলাই) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। 

ভার্চুয়ালভাবে হওয়া বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের এসব তথ্য জানান।

চীন ছাড়া অন্য যেসব দেশ থেকে জ্বালানি তেল কেনা হবে সেগুলো হলো– থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। 

পাঁচ দেশের ছয়টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে জ্বালানি তেল কেনা হবে। সরকারের এই প্রস্তাব অনুমোদিত হয়েছে ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য।

সাঈদ মাহমুদ খান বলেন, বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের মাধ্যমে এলএনজি সংক্রান্ত কার্যক্রমে সহায়তাবিষয়ক প্রস্তাব অনুমোদিত হয়।

এমএম//