ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩২ পিএম, ২৭ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বে প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপকে পেয়েছে বাংলাদেশ। দুই লেগের ম্যাচটি মাঠে গড়াবে ১২ ও ১৭ অক্টোবর।

কুয়ালালামপুরে বিশ্বকাপ বাছায়ের এশিয়া অঞ্চলের প্রিলিমিনারি রাউন্ডের প্রথম ধাপের ড্র হয়। র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ ছিল ২ নম্বর পটে। মালদ্বীপ ছিল পট ১-এ।  সেখানে চেনা প্রতিপক্ষ মালদ্বীপকেই পেয়েছে লাল সবুজের দল। 

সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে এই মালদ্বীপকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল হাভিয়ের কাবরেরার শিষ্যরা। সেই মালদ্বীপকেই বিশ্বকাপ বাছাই পর্বে প্রতিপক্ষ হিসেবে পেলো বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে আগস্ট থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করার কথা রয়েছে জামাল-মুরসালিনদের।

এএইট