ঢাকা, মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪,   ভাদ্র ২৬ ১৪৩১

ভান্ডারিয়ায় ইউএনও’র বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১২ পিএম, ৩১ জুলাই ২০২৩ সোমবার

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা রানী ধর এর বদলি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদের আয়োজনে পৌরসভার শেখ-কামাল অডিটোরিয়ামে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের সভাপতিত্বে শফিকুল ইসলাম আজাদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নব নির্বাচিত পৌর মেয়র ও আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুজ্জামান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, নবনির্বাচিত ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার সহ আরো অনেকে।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষকসহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা বিদায়ী ইউএনওকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ও সম্মাননা ক্রেষ্ট দেন।