ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

আলোক হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫ পিএম, ৯ আগস্ট ২০২৩ বুধবার

আলোক হাসপাতালের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং শোকের মাস আগস্ট উপলক্ষে হাসপাতালে বিশেষ মোনাজাত ও জনসাধারণের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার আলোক হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন মোনাজাত শেষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

দিনব্যাপী প্রায় তিনশ’ মানুষ ডাক্তার দেখান, রক্তের নমুনা প্রদান করেন এবং রিপোর্ট গ্রহণ করে নির্দিষ্ট বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন।

পাশাপাশি এই দিন কিডনি, ডায়াবেটিস, ব্লাড প্রেশারসহ সব ধরনের স্বাস্থ্য পরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়।

এএইচ