ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

সৌদি ক্লাব আল হিলালে যাচ্ছেন নেইমার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৪ আগস্ট ২০২৩ সোমবার

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে দলে ভেরাতে ১৬০ মিলিয়ন উইরোর প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। দুই বছরের চুক্তিতে রাজিও হয়েছেন নেইমার।

ট্রান্সফার উইন্ডোর শেষদিকে নেইমারকে ঘিরেই সরগরম ফুটবল বিশ্ব। 

গুঞ্জন ছিল ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে আবোরও বার্সেলোনায় ফিরবেন তিনি। তবে আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে চলায় নেইমারকে দলে ভেরানো সম্ভব হয়নি কাতালান ক্লাবটির। সেই সুযোগ নিয়েছে সৌদি আরব। 

ফরাসি গণমাধ্যম লেকিপের তথ্যমতে সৌদির ক্লাব আল-হিলালের সঙ্গে দুই বছরের চুক্তিতে রাজি হয়েছেন নেইমার। দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, সবুজ সংকেত পেলেই সৌদি ক্লাব আল হিলালে স্বাস্থ্য পরীক্ষা হবে ব্রাজিলের তারকা ফুটবলারের নেইমারের। 

রোমানো এক টুইটে জানিয়েছেন, প্রথমে ৮০ মিলিয়নের প্রস্তাব দিয়েছিল। তবে সেটা ফিরিয়ে দিয়েছিলেন নেইমার। পরে তারা পরিমাণটা বাড়ায়। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই চুক্তির বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

এএইচ