ঢাকা, মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪,   ভাদ্র ২৬ ১৪৩১

দেলদুয়ারে কাভার্ডভ্যানের চাপায় অটোচালাক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২২ পিএম, ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার

টাঙ্গাইলের দেলদুয়ারে কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো উ ১২-৩১৮৫) চাপায় জোসন আলী (৩২) নামের অটোরিক্সা চালক নিহত হয়েছেন। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে দেলদুয়ার মহাসড়কের এলাসিন ইউনিয়নের সিংহরাগী শীলবাড়ী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহত জোসন মিয়া আটিয়া ইউনিয়নের চালা আটিয়া গ্রামের মোঃ আফাজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামীর একটি কাভার্ডভ্যান বিপরীত দিকে থেকে আসা ব্যাটারী চালিত অটোরিক্সাটিকে চাপা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই অটোচালক মারা যান। 

দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন মৃধা জানান, নিহত অটোচালকের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটিকেও আটক করা হয়েছে।

এএইচ