ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২৭ ১৪৩১

কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষা দিচ্ছে ১ লাখ ১১ হাজার শিক্ষার্থী

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১৭ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার

সারাদেশের ন্যায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হয়েছে। ১৯২টি কেন্দ্রে ১ লাখ ১১ হাজার ৩শ’ ৭২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এবারের এইচএসসি পরীক্ষা। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

এদিন সকাল সাড়ে ৯টায় উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হয়। এরপর ১০টায় বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হয়। সাড়ে ১০টায় ওএমআর শিট সংগ্রহ করে সৃজনশীল প্রশ্ন বিতরণ করা হয়েছে।

কুমিল্লা বোর্ডে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার চেয়ারম্যান জামাল নাছের ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। 

নগরীর মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফ করেন। তিনি বলেন, এবার কুমিল্লা বোর্ডের অধীন ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার ৬টি জেলার ১৯২টি কেন্দ্রে ১ লাখ ১১ হাজার ৩শ’ ৭২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রী সংখ্যা ৬৪ হাজার ১শ’ ৩৫ জন, ছাত্র ৪৭ হাজার ২শ’ ৩৭ জন। 

তাদের মধ্যে বিজ্ঞানের পরীক্ষার্থী ২৫ হাজার ৫শ’ ৭৫ জন, মানবিকে ৫১ হাজার ৮শ’ ৩৫ জন, ব্যবসায় শিক্ষায় ৩৩ হাজার ৯শ’ ৬১ জন।

এএইচ