ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

জোড়া খুনের মূলহোতা একযুগ পর গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১১:০২ এএম, ২১ আগস্ট ২০২৩ সোমবার

কুড়িগ্রামে চাঞ্চল্যকর জোড়া খুনের মূলহোতা হারুনুর রশিদকে প্রায় একযুগ পর চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন। 

গ্রেফতারকৃত হারুনুর রশিদ উলিপুর গুনাইগাছ ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাট নামক চরাঞ্চল এলাকায় জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে ২০১২ সালে আব্দুল মজিদ এবং মোক্তার আলী নামের দু'জন খুন হয়। এরই ধারাবাহিকতায় সেইসময় উলিপুর থানায় হত্যা মামলা দায়ের হয়। সেই সূত্রধরে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ হারুনুর রশিদ দীর্ঘ এক যুগ ধরে গ্রেফতার এড়াতে বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থান করে এবং কিছুদিন পরপর তার অবস্থান পরিবর্তন করতো। 

উলিপুর থানা পুলিশ দীর্ঘ সময় ধরে আসামিকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বনসহ গোপন তথ্য সংগ্রহ করে তার অবস্থান নিশ্চিত করে। এক পর্যায়ে উলিপুর থানার একটি চৌকস টিম চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় র‍্যাবের সহায়তায় তাকে গ্রেফতার করে নিয়ে আসে।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, উলিপুর থানার ২০১২ সালের জোরা খুন মামলার মূলহোতাকে পুলিশ ও র‍্যাবের যৌথ কর্মপ্রচেষ্টায় চট্টগ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই ধারাবাহিক যৌথ কর্মপ্রচেষ্টা অব্যহত থাকবে। 

এএইচ