ঢাকা, শনিবার   ০১ জুন ২০২৪,   জ্যৈষ্ঠ ১৮ ১৪৩১

পিরোজপুরে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫২ পিএম, ৩০ আগস্ট ২০২৩ বুধবার | আপডেট: ১১:০৮ এএম, ৩১ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কাউখালি উপজেলার চিড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।

এ সময় তিনি বলেন, শেখ হাসিনা সরকার মানুষের ভাগ্য পরিবর্তনের সরকার, বর্তমান সরকার উন্নয়নের সরকার, শেখ হাসিনার হাতে দেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২, ভান্ডারিয়া, কাউখালি, নেছারাবাদ নৌকা মার্কা প্রার্থী দেওয়ার জন্য শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়েছেন, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসন থেকে নৌকার প্রার্থী বিজয় নিশ্চিত বলে তিনি আশা প্রকাশ করেন। 

তিনি আরো বলেন বিএনপি থেকে সাবধান, তারা এখন জঙ্গি দলে রূপান্তরিত হয়েছে, সুযোগ পেলেই জ্বালাও পোড়াও মানুষ হত্যায় লিপ্ত হয়ে যায়, সাধারণ মানুষ অনেক আগেই বিএনপিকে প্রত্যাখ্যান করেছেন, সাধারণ মানুষ এখন উন্নয়নে বিশ্বাসী, জনগণ বিশ্বাস করে নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয় মানুষের ভাগ্য পরিবর্তন হয় সন্ত্রাস দূর হয়।

সভা শেষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
কেআই//