ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪ এএম, ৫ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার | আপডেট: ০৮:৪৫ এএম, ৫ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার

করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। এই নিয়ে দ্বিতীয়বারের মতো করোনা পজিটিভ হলেন তিনি।

স্থানীয় সময় সোমবার বিবৃতি দিয়ে হোয়াইট হাউস জানায়, হালকা উপসর্গ নিয়ে ডেলাওয়্যারের রেহোবোথ বিচের বাড়িতে রয়েছেন জিল। তবে, করোনা পরীক্ষায় প্রেসিডেন্ট জো বাইডেনের রিপোর্ট নেগেটিভ এসেছে। মুখপাত্র এলিজাবেথ আলেকজান্ডার জানান, জিল বাইডেনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে গত বছরের আগস্টে দক্ষিণ ক্যারোলিনায় ছুটি কাটাতে গিয়ে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হন জিল। 
 

এসবি/