ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

গোপালপুরে ৩ হাজার রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২৬ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৩ বুধবার

টাঙ্গাইলের গোপালপুরে সূতী ভিএম পাইলট হাইস্কুল মাঠে প্রায় তিন হাজার রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

এসএসসি ১৯৮৯ ও ১৯৯০ ব্যাচের শিক্ষার্থীরা এই ‘বিনামূল্যে বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা’ ক্যাম্পের আয়োজন করে।

স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রক্টর প্রফেসর ডা. হাবিবুর রহমান দুলাল। প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউয়ের ডিন প্রফেসর ডা. মোহাম্মদ হোসেন।

আর্তমানবতার সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এতে বক্তব্য রাখেন অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. অধ্যাপক রফিকুল ইসলাম ও ডা. বিদ্যুৎ চন্দ্র দেবনাথ। ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্যসেবা দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইলিয়াস হোসেন।

আর্তমানবতার সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

কেআই//