ঢাকা, রবিবার   ১৬ জুন ২০২৪,   আষাঢ় ২ ১৪৩১

১৯৩ রানে অল আউট বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৩ বুধবার | আপডেট: ০৬:৩৭ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৩ বুধবার

হতাশার শুরুর পর ব্যাট হাতে আশার আলো দেখিয়েছিলেন সাকিব ও মুশফিক। তবে দায়িত্ব পুরোপুরি পালন করতে পারলেন না তারা। আর শেষ দিকের ব্যাটারদের ব্যর্থতায় একপর্যায়ে ভালো কিছুর স্বপ্ন দেখলেও অল্পেই থামতে হয়েছে বাংলাদেশকে।

পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। যেখানে স্বাগতিকদের বোলিং তোপে ৫০ ওভারও খেলতে পারেনি টাইগাররা। ৩৮.৪ ওভারে অল আউট হওয়ার আগে লাল-সবুজদের সংগ্রহ ১৯৩ রান।

দিনের শুরুটা অবশ্য ভালোই ছিল। যেখানে টস জিতে হাসিমুখে ব্যাট করার সিদ্ধান্ত জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে সেই হাসি মিলিয়ে যেতে বেশি সময় লাগেনি। পাক বোলারদের তোপে দলীয় অর্ধশতকের আগেই ৪ উইকেট হারায় টাইগাররা।

ঠিক ২৮ ম্যাচ পর দলের সংগ্রহ ৫০ পূরণের আগেই এমন পরিস্থিতির মুখে পড়ে বাংলাদেশ। যেখানে মেকশিফট ওপেনার ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজ ফেরেন রানের খাতা খোলার আগেই।

এমএম//