ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

গাইবান্ধায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ২১ জন আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৩ রবিবার

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ২১ জন আহত হয়েছে। 

রোববার সকালে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, শনিবার একটি ক্রিকেট খেলার সময় জিরাই পান্তমারী ও গোপালপুর গ্রামবাসীর সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ১১টার দিকে মহিমাগঞ্জ বন্দরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ও ইটপাটকেলের আঘাতে ১০ জন আহত হয়।  তারা বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসাধীন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসবি/