ঢাকা, বুধবার   ২২ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

বিচার বিভাগকে রাজনীতির সঙ্গে জড়াবেন না: প্রধান বিচারপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৩ বুধবার | আপডেট: ০১:৫১ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৩ বুধবার

বিচার বিভাগসহ দেশের সব বিভাগে দুর্নীতি ক্যান্সারের মতো ছেয়ে গেছে, এটি দূর করা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিচার বিভাগকে রাজনীতির সঙ্গে না জড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগসহ দেশের সব বিভাগে দুর্নীতি ক্যান্সারের মতো ছেয়ে গেছে-এটি থেকে মুক্ত করা বড় চ্যালেঞ্জ। আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি মিলে যদি একসঙ্গে উদ্যোগ নেই তাহলে বিচারাঙ্গনের দুর্নীতি অপসারণ করা কঠিন কোনো কাজ হবে না। দুর্নীতি নিশ্চয়ই কমবে এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই জিরো টলারেন্সে বিশ্বাস করি।

তিনি বলেন, রাজনৈতিকভাবে বিচার বিভাগ ব্যবহার হচ্ছে না। রাজনীতিবিদদের বলবো, রাজনীতি করুন তবে বিচার বিভাগকে জড়াবেন না, পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখুন।

বিচার বিভাগের উপর আস্থার যে কমতি হয়েছে তা শুধু বিচারকদের কারণে নয়, এ বিভাগের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের জন্য এ পরিস্থিতি হয়। এটি ধীরে ধীরে আমাদের কাজ করার মাধ্যমে দূর হবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

গতকাল দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি ওবায়দুল হাসান।

এএইচ