ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা কমায় জাতিসংঘ দূতের উদ্বেগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার | আপডেট: ০৯:১৭ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার

বাংলাদেশে আশ্রয় নেয়া ১২ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা কমায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রু। 

স্থানীয় সময় বুধবার মার্কিন কংগ্রেসে মানবাধিকার কমিশনের শুনানিতে এ কথা বলেন তিনি। 

টম অ্যান্ড্রু জানান, চলতি বছর বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তার জন্য মাত্র ৩২ শতাংশ অর্থ মিলেছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দাতা দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো সহায়তা কমাচ্ছে বলে জানান তিনি। 

চলমান পরিস্থিতিতে মিয়ানমারে অস্ত্র আমদানি বন্ধ নেই উল্লেখ করে মে’ মাসের প্রতিবেদনের তথ্য তুলে ধরেন অ্যান্ড্রু। তিনি জানান, অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পর দেশটির সামরিক বাহিনীকে কমপক্ষে ১শ’ বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে বেশ কয়েকটি দেশ। 

এ অবস্থায় মিয়ানমারের অর্থের মূল উৎস রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানিগুলোর ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান অ্যান্ড্রু।

এএইচ