ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৭ ১৪৩২

গোপালগঞ্জে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা সেবা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:০৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৩ শনিবার

টুঙ্গিপাড়া জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দুই হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

জানাগেছে, আজ শনিবার কাশিয়ানী উপজেলার তিলছড়া পূর্বপাড়া মিয়াবাড়িতে ‘স্বপ্ন ফেরিয়ালা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় ২হাজার রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন। পরে ব্যবস্থাপত্র অনুযায়ী এসব রোগীদেরকে বিনামূল্যে ওষুধ প্রদান হয়।

সূত্র: বাসস

এসবি/