ঢাকা, মঙ্গলবার   ২৬ আগস্ট ২০২৫,   ভাদ্র ১১ ১৪৩২

হেলিকপ্টারে চড়ে ঘরে এলো নববধূ, বাবা-মায়ের স্বপ্নপূরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৫ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩ রবিবার

হেলিকপ্টারে করে নববধূকে এনে বাবা-মায়ের স্বপ্নপুরণ করলেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মেরিন ইঞ্জিনিয়ার সামিউল্লাহ। 

শনিবার বিকেলে উপজেলার নেকমরদ আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকাপ্টার নামলে স্থানীয় বাসিন্দারা তাদের অভিবাদন জানান এবং পরিবারের লোকজন নববধূকে বরণ করে নেন। 

তাদের একনজর দেখতে কয়েক হাজার মানুষ ভীড় করেন স্কুল মাঠে।

বর-কনে বরণের অপেক্ষা

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ভবানন্দপুর গ্রামের শরিফ হাসানের চার সন্তানের মধ্যে তৃতীয় সামিউল্লাহ। দরিদ্র পিতা শরিফ হাসান অনেক কষ্টে পড়ালেখা শিখিয়ে ছেলেকে প্রতিষ্ঠিত করেন। সামিউল্লাহ সিঙ্গাপুরে কর্মরত থাকা অবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে পাবনার সম্ভ্রান্ত পরিবারের সন্তান মুমতারিন নাজনীন সুইটির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 

শনিবার নববধূকে নিয়ে হেলিকাপ্টারযোগে নিজ বাড়ি জেলার নেকমরদ ভবানন্দপুর গ্রামে আসেন সামিউল্লাহ। 

গ্রামের বাড়িতে কিছুক্ষণ থেকে আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যার কিছুক্ষণ আগে পুনরায় ঢাকায় ফিরে যান সামিউল্লাহ। 

এএইচ