ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২১ ১৪৩২

ভাতিজার শাবলের আঘাতে চাচা নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩ শনিবার

সিরাজগঞ্জের তাড়াশের চর কুশাবাড়িতে ভাতিজার শাবলের আঘাতে বৃদ্ধ চাচা নিহত হয়েছেন। 

আজ শনিবার সকালে এই ঘটনা ঘটে। নিহত মোসলম উদ্দিন (৭০) মৃত সিকদার আলীর ছেলে।
 
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মোসলেম উদ্দিনের সাথে ভাতিজা সাগর আহম্মেদ জালালের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার সকালে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে ভাতিজা জালাল চাচা মোসলেম উদ্দিনকে শাবল দিয়ে আঘাত করে। 

এতে ঘটনাস্থলেই চাচা মোসলেম উদ্দিন মারা যান। ঘটনার পর থেকেই ভাতিজা পালাতক রয়েছে।

এ ব্যাপারে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানে হয়েছে। এ ঘটনায় মামলা ও দায়ীকে আটকে অভিযান চলছে।

এএইচ