চিকিৎসাশাস্ত্র দিয়ে আজ শুরু নোবেল পুরস্কার ঘোষণা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪০ এএম, ২ অক্টোবর ২০২৩ সোমবার
আজ চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হচ্ছে এ বছরের নোবেল পুরস্কার প্রদান।
আগামীকাল মঙ্গলবার পদার্থ, পরের দিন রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। তার পরের দিন সাহিত্যে আর ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
এরপর দুই দিনের বিরতির পর ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম।
ডিনামাইটের উদ্ভাবক সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। ১৯০১ সাল থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়।
এ বছর থেকে পুরস্কারের অর্থমূল্য ৮৯ হাজার মার্কিন ডলার বাড়িয়ে ৯ লাখ ৮৯ হাজার ডলার করা হয়েছে।
এএইচ