ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪,   বৈশাখ ২৬ ১৪৩১

সমধারা’র দ্বিতীয় আয়োজন “নবীজি’’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫ এএম, ১৫ অক্টোবর ২০২৩ রবিবার

সাহিত্যের কাগজ সমধারা’র উদ্যোগে দ্বিতীয়বার অনুষ্ঠিত হয়েছে ‘নবীজি’ শিরোনামে অনুষ্ঠান। 

শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনটি ছিল নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবেদিত।

এতে ‘দ্য লাইট-২’ নামে একঘণ্টা ২০ মিনিটের আলেখ্য অনুষ্ঠানের গ্রন্থনা ও নির্দেশনা ছিলেন সমধারা সম্পাদক সালেক নাছির উদ্দিন।

নবুয়াত লাভ থেকে মদিনায় হিজরত পর্যন্ত নবী জীবনের এ অংশ আলেখ্য অনুষ্ঠানে গুরুত্ব পেয়েছে। কোরআন তেলাওয়াত, কাজী নজরুল ইসলাম রচিত নাতে রাসুল, নবীজি বন্দনায় রবীন্দ্র সঙ্গীত, গজল, নাশিদ এবং কবিতা নিয়ে অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে উঠেছে। কবিতাগুলো সমধারার ৯৫তম সংখ্যা থেকে বাছাই করা। লিখেছেন কবি স.ম শামসুল আলম, ওমর কায়সার, মোহাম্মদ ইকবাল, মালেক মাহমুদ, আফরোজা হীরা, হোসনেয়ারা বেগম, শামীম আহমদ। আলেখ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে শিল্পী লাবণ্য সুধা, সালমা আহমেদ সংগীতা, আসমা দেবযানী,  সৈয়দা ফারহানা মাহমুদ ত্বন্নী, মাসুদ রানা, সৈয়দা সাজিদা খানম, মো. রিয়াদ হোসেন, জেবুন্নেছা মুনিয়া, মিজান ফারাবী, তানজীনা ফেরদৌস,  এম এম জিহাদ ওয়ায়েজ পরাগ, আবদুল্লাহ আল মামুন, তাহরিমা, জান্নাত আরা মমতাজ, সালেক নাছির উদ্দিন এবং জান্নাতুল ফেরদৌস মুক্তা।

দ্বিতীয় পর্বে “মুহম্মদ : রহমাতুল্লিল আলামীন শীর্ষক উন্মুক্ত আলোচনা” অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন গবেষক, কলাম লেখক ও কবি চৌধুরী মনজুর লিয়াকত। আলোচনায় অংশ গ্রহণ করেন এনবিআরের সাবেক চেয়ারম্যান, অর্থনৈতিক বিশ্লেষক লেখক ড. মোহাম্মদ আবদুল মজিদ, নজরুল গবেষক এ এফ এম মাহবুবুর রহমান, কথাসাহিত্যিক দীপু মাহমুদ, কথাসাহিত্যিক ও সংগঠক স.ম শামসুল আলম, অধ্যাপক ও কবি জহরত আরা, কবি সাংবাদিক শিবু কান্তি দাশ, কবি মালেক মাহমুদ, লেখক ও মোটিভেটর মোস্তাক আহমেদ, কবি হোসনেয়ারা বেগম, লেখক ও ব্যাংকর মশিউর রহমান, কবি গুলশান চৌধুরী, লেখক ও মোটিভেটর শ্যামল আতিক, কবি ও সাংবাদিক গোলাম নবী পান্না, কবি আফরোজা হীরা, কবি রুহু রুহেল প্রমুখ।

অনুষ্ঠানে সমধারার ৯৫তম সংখ্যার পাঠ উন্মোচন করা হয়। সংখ্যাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবেদিত। সংখ্যায় ৩৫টি প্রবন্ধ এবং ৫৫টি কবিতা প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য লেখক হচ্ছেন- মুহম্মদ নূরুল হুদা, ড. মোহাম্মদ আবদুল মজিদ, অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন, চৌধুরী মনজুর লিয়াকত, ফরিদ আহমদ দুলাল, এ এফ এম মাহবুবুর রহমান, ফরিদা হোসেন, প্রফেসর ড. মোহসিনা আক্তার খানম, ওমর কায়সার, তপন বাগচী,  মো. আরিফুর রহমান, অমিত গোস্বামী, নাহার ফরিদ খান, লিমা মেহরিন, রেজাউল করিম খোকন, ফাতেমা হক শিখা, ড. আজিজুল আম্বিয়া, সুপ্রতিম বড়ুয়া, হাসি ইকবাল প্রমুখ।

এমএম//