ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪,   বৈশাখ ৩০ ১৪৩১

সিদ্ধিপুরুষ লালন সাঁইজির ১৩৩তম প্রয়াণ দিবস

প্রকাশিত : ১০:০৫ এএম, ১৭ অক্টোবর ২০২৩ মঙ্গলবার | আপডেট: ১১:৪৭ এএম, ১৭ অক্টোবর ২০২৩ মঙ্গলবার

মহাত্মা লালন শুধু সুফি-দর্শনের পুরোধা ব্যক্তিত্বই নন, মানবতাবাদ আর সহজিয়া ধারারও প্রর্বতক। আগম-নিগম দেহতত্ত্ব কিংবা দম সাধনা থেকে শুরু করে অতি উচ্চমার্গীয় সংস্কৃতির উদ্ভাসনও ঘটেছে তাঁর গীতিময়তায়। সিদ্ধিপুরুষ লালন সাঁইজির ১৩৩তম প্রয়াণ দিবস আজ।

১৮৯০ সালের ১৭ অক্টোবর ফকির লালন সাঁই ১১৬ বছর বয়সে কুষ্টিয়ার কুমারখালির ছেউড়িয়াতে নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন। বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আখড়া বাড়িতে আজ শুরু হচ্ছে তিনদিনের লালন স্মরণ উৎসব। দূর-দূরান্ত থেকে আখড়ায় এসেছেন ভক্ত সাধু গুরুরা। 

লালনের মাজার প্রাঙ্গণ সাধু-ফকির ও ভক্তদের পদচারণায় মুখর। চলছে গানে গানে লালনের জাতপাতহীন, মানবতাবাদী ও অহিংস দর্শনের প্রচার।

সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি তিন দিনের এ লালন স্মরনোৎসবের আয়োজন করেছে। আয়োজন ঘিরে মরা কালিগঙ্গা নদীর তীরে বসেছে গ্রামীণ মেলা। 

উপমহাদেশের প্রখ্যাত মরমি সাধক ফকির লালন সাঁই বাউল গানের মাধ্যমে মানবতাবাদী দর্শন প্রচার করেন। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক তার মৃত্যুর পর থেকে প্রতি বছর ১লা কার্তিক আড়ম্বপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমারখালির ছেঁউড়িয়ায় তাঁর তিরোধান দিবস পালন করা হয়। উৎসব চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

উৎসবের তিন দিন ভক্ত বাউল সাধকরা নিজেদের মধ্যে ভাব বিনিময় করবেন। হবে নানা তত্ত্ব কথার আলোচনা। 

এএইচ