ঢাকা, মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৫ ১৪৩২

ডাচদের ৪০০ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪১ পিএম, ২৫ অক্টোবর ২০২৩ বুধবার

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দেয়া ৪০০ রানের টার্গেটে ব্যাট করছে নেদারল্যান্ডস। 

২ উইকেট হারিয়ে ৬ ওভার শেষে ডাচদের সংগ্রহ ৪২ রান।

দিল্লিতে টস জিতে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে বড় স্কোর গড়ে অস্ট্রেলিয়া। 

৯৩ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১০৪ রান করেন ওয়ার্নার। এরপর ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিং। মাত্র ৪০ বলে সেঞ্চুরি পূর্ণ করে বিশ্বকাপে দ্রুততম শতকের রেকর্ড গড়েন তিনি। ৪৪ বলে ৯ চার ও ৮ ছক্কায় ১০৬ রানে সাজ ঘরে ফেরেন এই অজি ব্যাটার। 

ইনিংসের একেবারে শেষ দিকে ৪০ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ম্যাক্সওয়েল। বাস ডি লিডের বলে ছয় মেরে করেন বিশ্বকাপের নতুন রেকর্ড। ভেঙ্গে দেন ১৮ দিন আগে গড়া এইডেন মার্করামের রেকর্ডকেও।

এছাড়া স্মিথ ৭১ ও মার্নেস লাবুশেন ৬২ রান করলে ৮ উইকেটে ৩৯৯ রানের স্কোর গড়ে অজিরা।  

এএইচ