ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

পাকিস্তানকে হারিয়ে এগিয়ে গেলো বাঘিনীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ২৫ অক্টোবর ২০২৩ বুধবার

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ নারী দল।

চট্টগ্রাম জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান।

দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন বিসমা মারুফ। ৮২ রানে অলআউট হয় পাকিস্তানি মেয়েরা। 

বাংলাদেশের নাহিদা আক্তার ৮ রানে ৫ উইকেট নিয়েছেন। 

৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিগার সুলতানা জ্যোতির অপরাজিত ২৬ রানে ভর করে ৫ উইকেটে ৮৬ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ নারী দল। 

দলীয় ১২ রানের মাথায় প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। রানআউটের শিকার হয়ে ৫ রান করে সাজঘরে ফেরত যান শামিমা সুলতানা। এরপর দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি করেন মুর্শিদা খাতুন ও সোবহানা মোস্তারি। ২৫ বলে ১৬ রানে আউট হন মোস্তারি। মুর্শিদা খাতুন ফেরত যান ২৩ রানে।

২ রান ও ৬ রানে আউট হন যথাক্রমে স্বর্ণা আক্তার ও সুলতানা খাতুন। দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন অধিনায়ক নিগার সুলতানা। শেষ পর্যন্ত ২৮ বলে ২৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।

এএইচ