ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

ট্রেলারেই ভয় ধরিয়ে দিল চিরঞ্জিতের ‘পর্ণশবরীর শাপ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২ পিএম, ২ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

গা ছমছমে পরিবেশে লঞ্চ হল নয়া হরর থ্রিলার ‘পর্ণশবরীর শাপ’-এর ট্রেলার। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজের হাত ধরেই প্রথম বার ওটিটি প্ল্যাটফর্মে পা রাখছেন চিরঞ্জিত চক্রবর্তী। এবার ভাদুড়ি মশাইয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। সিরিজের ট্রেলার দেখেই ভয় ধরেছে দর্শকের।  

পরমব্রত চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের ইচ্ছা ছিল তিনি একটি মাইথোলজিক্যাল হরর ছবি তৈরি করবেন কিন্তু নানা কারণে সেই ছবি হয়ে ওঠেনি তবে এবার এক নয়া সিরিজের হাত ধরেই সেই ইচ্ছা পূরণ হল অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের। সিরিজের নাম ‘পর্ণশবরীর শাপ’।

পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই প্রথম ওয়েব সিরিজে অভিনয় করছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। সম্প্রতি সামনে এসেছে সিরিজের ট্রেলার। উত্তর কলকাতার বসুবাটিতে লঞ্চ করা হয় ট্রেলার।

শান্ত অথচ তীক্ষ্ণ চোখ, কপালে লাল তিলক, এভাবেই ‘ভাদুড়ি মশাই’ হয়ে উঠলেন চিরঞ্জিৎ। সৌভিক চক্রবর্তীর লেখনীর জোরে বাংলা সাহিত্যের পাঠকদের কাছে পরিচিত নীরেন্দ্রনাথ ভাদুড়ি ওরফে ভাদুড়ি মশাই। সেই চরিত্রকেই ক্যামেরার সামনে জীবন্ত করে তুলেছেন পরিচালক পরমব্রত। চমকপুরের ‘পর্ণশবরীর শাপ’-এর প্রভাব পড়েছে। তাতেই ডাক পড়েছে ভাদুড়ি মশাইয়ের। এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে খুশি চিরঞ্জিতও। তিনি বলেন, ‘ভাদুড়ি মশাইকে পর্দায় তুলে আনা চ্যালেঞ্জিং, পাশাপাশি এক্সাইটিংও।’

পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় জানান যে ভূতের ছবি তৈরি করলেও, তিনি নিজে ভূতে বেজায় ভয় পান। চিরঞ্জিত ছাড়াও এই সিরিজে রয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু ও অর্ণ মুখোপাধ্যায়। ট্রেলারে দেখা গেছে পাহাড়ের কুয়াশায় হাড় হিম করা কিছু দৃশ্য। তাতেই বারবার চমকে দিয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। সিরিজে মিতুলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। যার ওপরে অশরীরী আধিপত্য রয়েছে। মিতুলকে বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই করে যাচ্ছে গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু ও অর্ণ মুখোপাধ্যায়ের চরিত্র।

এই ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে পরমব্রত বলেন, 'যাঁরা ইতিমধ্যেই সিরিজটি দেখে ফেলেছেন, তারা সবাই বলেছেন সিরিজটি বেশ জমাটি ও গা শিরশিরে।' ইতোমধ্যেই শেষ হয়ে গিয়েছে এই সিরিজের শ্যুটিং। ১০ নভেম্বর হইচই এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ।

সূত্র: জি নিউজ

এসবি/