সিলেটে ব্যাংকের বুথ থেকে ২৬ লাখ টাকা চুরি, ৩ জন গ্রেপ্তার
সিলেট প্রতিনিধি
প্রকাশিত : ০৪:২১ পিএম, ৫ নভেম্বর ২০২৩ রবিবার | আপডেট: ০৪:২৫ পিএম, ৫ নভেম্বর ২০২৩ রবিবার
 
		
	সিলেটের একটি বেসরকারি ব্যাংকের বুথ থেকে ২৬লাখ টাকা চুরির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া টাকার মধ্যে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। 
পুলিশ জানায়, ২৮অক্টোবর রাতে নগরের সুবিদবাজারের ডাচ বাংলা ব্যাংকের বুথ থেকে ২৬ লাখ টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা করা হলে পুলিশ লিমন নামে ব্যাংকের এক কর্মচারীকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকা ও ভৈরব থেকে আমিনুল ও নুরুল ইসলাম নামে সিকুরেক্স কোম্পানীর আরো দুই কর্মচারীকে আটক করে। গ্রেপ্তার তিনজনকে সিলেটের আদালতের সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। 
এসবি/
 
