ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

গাজীপুরে বাসে আগুন 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:২২ পিএম, ২৯ নভেম্বর ২০২৩ বুধবার

গাজীপুরের উত্তর সালনায় মহাসড়কে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুরের উত্তর সালনা এলাকায় কয়েকজন দুর্বৃত্ত একটি বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দিলে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের সামনের অংশ পুড়ে গেছে।

এএইচ