ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

শান্ত-মুশফিকের ব্যাটে দেড়শ’ পার বাংলাদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০১ পিএম, ৩০ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

সিলেটে সমানে-সমান লড়াই চলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টে। তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। ২ উইকেট হারানোর ধাক্কা সামাল দেন শান্ত-মোমিনুল জুটি। এরপর মোমনিুল রান আউট হয়ে ফিরে যাওয়ার পর শান্তর সঙ্গে জুটি গড়েন মুশফিক। 

দ্বিতীয় ইনিংসে শান্ত-মুশফিক জুটি ৩৯ রান যোগ করে দলীয় সংগ্রহে। তিন উইকেট হারিয়ে এ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫৫, লিড ১৪৫ রানের।

শান্ত ৬৬ এবং মুশফিক ২৫ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে শান্ত-মোমিনুল জুটিতে শতরান পার করে বাংলাদেশ। ৪০ রান করে রান আউটের শিকার হন মোমিনুল।

৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৯ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। তবে লাঞ্চের পরই জোড়া উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় ২৩ ও ব্যক্তিগত ১৭ রানে আউট হন জাকির হাসন। এরপর ৩ রান যোগ হতেই দূর্ভাগ্যজনক ভাবে রান আউট হন ৮ রান করা মাহমুদুল হাসান জয়। 

মোমিনুলকে নিয়ে সে ধাক্কা সামাল দেয়ার চেষ্টায় থাকেন অধিনায়ক শান্ত । 

এরআগে বাংলাদেশের প্রথম ইনিংসে ৩১০ রানের জবাবে ৩১৭ রান করে নিউজিল্যান্ড।   

এএইচ