ঢাকা, সোমবার   ০৩ জুন ২০২৪,   জ্যৈষ্ঠ ২০ ১৪৩১

চট্টগ্রামে ট্রাকচাপায় নানা-নাতনি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ৪ ডিসেম্বর ২০২৩ সোমবার

চট্টগ্রামে লোহাগাড়া উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন নানা ইকবাল হোসেন বাবলু ও নাতনি আজুয়া আকতার (৪)। তারা মোটরসাইকেলের চালক ও আরোহী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন ইকবাল হোসেন বাবলুর মেয়ে সামিরা আকতার। তারা স্থানীয় আমিরাবাদ এলাকার লালীর বাপের বাড়ির বাসিন্দা। 

সোমবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

লোহাগাড়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ রবিউল আলম বলেন, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নানা ও নাতনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

কেআই//