ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

নোবিপ্রবি শিক্ষক সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নীল দলের জয়

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪২ এএম, ১৯ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষক প্যানেল নীল দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শিক্ষা বিভাগের অধ্যাপক ড. বিপ্লব মল্লিক এবং সাধারণ সম্পাদক ফিমস বিভাগের অধ্যাপক ড.আনিসুজ্জামান।

সোমবার (১৮ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুল আলমসহ অন্য দুই নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক  মোঃ বেল্লাল হোসাইম ও সহকারী অধ্যাপক নওরীন ইয়াসমিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয় জানা যায়।

এছাড়া নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাওসার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মোহাইমিনুল ইসলাম সেলিম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাহানা রহমান, কোষাধ্যক্ষ পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো.ইফতেখার পারভেজ, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইএসডিএম বিভাগের সহযোগী অধ্যাপক ড.মহিনুজ্জামান, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিএমএস বিভাগের সহকারী অধ্যাপক মো.শাহিন কাদের ভূঁইয়া। প্রচার সম্পাদক ওশানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক নাজমুস সাকিব খান।

সদস্য নির্বাচিত হয়েছেন কৃষি বিভাগের অধ্যাপক ড.মো. আতিকুর রহমান ভূঞা, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক শেখ মারুফা নাবিলা, আইআইটি বিভাগের সহকারী অধ্যাপক মো.ইফতেখারুল আলম ইফাত, বিএমবি বিভাগের প্রভাষক মুহাম্মদ আসাদুজ্জামান ও ইংরেজী বিভাগের প্রভাষক হুমায়রা সুলতানা।

এএইচ