ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

ছড়িয়ে পড়ছে করোনার নতুন উপধরণ জেএন- ওয়ান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৩ পিএম, ২১ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার নতুন উপধরণ জেএন- ওয়ান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরইমধ্যে এটিকে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে।

সংস্থাটি জানায়, ওমিক্রনের উপধরণ এটি। দ্রুত ছড়ালেও জনস্বাস্থ্যের জন্য কম ঝুঁকিপূর্ণ জেএন ওয়ান। করোনা প্রতিরোধে বর্তমানে যেসব টিকা চালু আছে, তা দিয়েই এর সংক্রমণ থেকে সুরক্ষা মিলবে বলে জানায় বিশ^ স্বাস্থ্য সংস্থা। ভারতে সম্প্রতি বাড়ছে এ ধরণের সংক্রমণ। গেল ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩৫৮ জন। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানায়, যুক্তরাষ্ট্রে মোট করোনা সংক্রমণের ১৫ থেকে ২৯ শতাংশ এ উপধরনে আক্রান্ত। যুক্তরাজ্যেও মোট সংক্রমণে প্রায় ৭ শতাংশের জন্য দায়ী জেএন ওয়ান।

এসবি/