ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

ময়মনসিংহ রেললাইনে ট্রাক-ট্রেন সংঘর্ষ, নিহত ৪

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৩ সোমবার

ময়মনসিংহে রেললাইনে হঠাৎ উঠেপড়া একটি ট্রাকে ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। এই ঘটনায় ময়মনসিংহ-ঝারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) বেলা দুপুরে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনে রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, জারিয়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনের সাথে বালু বোঝাই ট্রাকের ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই ট্রাকের চালক সজীব (৩৫) ও ট্রেনের ইঞ্জিনের সামনে বসে থাকা অজ্ঞাত তিন যাত্রী নিহত হন।

আহত ৪ জনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জের চর রঘুরামপুর ক্রসিং পার হচ্ছিল। তবে সেখানে ব্যারিয়ার না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে ট্রেন লাইনে উঠে পড়ে। এসময় ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে ট্রাকটি। আর ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে থেমে যায়।  

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছিল।

এএইচ