ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪,   বৈশাখ ৩১ ১৪৩১

বিএনপির কথা মানুষ শুনেনা: তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ০৪:০২ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠছে নির্বাচনের প্রচার-প্রচারণা। গণসংযোগসহ নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছে ভোলার চারটি আসনের আওয়ামী লীগ সমর্থীত প্রার্থীরা। কর্মী-সমর্থকদের সাথে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ছুটে চলছেন তারা। উন্নয়নের অঙ্গীকার করে ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন। 

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ভোলার সদর রোডে লিফলেট বিতরণ করে ভোট চান।

এসময় তিনি বলেন, বিএনপির কথা মানুষ শুনেনা। বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসাবে মানুষ মনে করে। তারা যতই বলুক মানুষ ভোট কেন্দ্র আসবেনা, আরও বেশি করে মানুষ ভোট কেন্দ্রে আসবে।

তিনি আরও বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি নির্বাচন বয়কট করেছে। তাদের ডাকে কেউ সাড়া দেয়না। তারা কর্মসূচির নামে মানুষ মারে। মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশের মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আস্থা প্রকাশ করেছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

এএইচ