ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

মালয়েশিয়ায় ১০৮ বাংলাদেশি আটক

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০০ এএম, ২ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র না থাকায় ১০৮ বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এছাড়া আটক হয়েছেন পাকিস্তানের আটজন, ভারতের দু’জন, নেপাল ও ইন্দোনেশিয়ার একজনও। 

স্থানীয়দের অভিযোগে সোমবার জোহর বারু শহরের উলু চোহ শিল্প এলাকায় নির্মাণ শ্রমিকদের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

এ সময় ৬ শতাধিক বিদেশি কর্মীর বৈধতা যাচাই করেন অভিবাসন বিভাগের ১৪০ কর্মকর্তা। 

এর আগে শনিবার রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে ২৫২ বাংলাদেশি অভিবাসীকে আটক করে ইমিগ্রেশন বিভাগ। 

সংশ্লিষ্টরা জানান, আটকদের বেশিরভাগই সামাজিক ভিজিট পাসে মালয়েশিয়ায় এসে অবৈধভাবে কাজ করছিলেন।

এএইচ