ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

বেনাপোলে ১০টি তাজা ককটেল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১১:১১ এএম, ৬ জানুয়ারি ২০২৪ শনিবার

যশোরের বেনাপোল পোর্ট থানার বৃত্তিআঁচড়া গ্রামের একটি বিচালী গাদার মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত ১০টি তাজা ককটেল যৌথভাবে উদ্ধার করেছে যশোর ডিবি ও বেনাপোল পোর্ট থানা পুলিশের সদস্যরা।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে এ ককটেলগুলো উদ্ধার করা হয়। 

যশোর ডিবি ও পোর্ট থানা পুলিশ সূত্রে জানায়, তাদের কাছে গোপন একটি খবর আসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য বেনাপোল পোর্ট থানার বৃত্তিআঁচড়া গ্রামের জাহাঙ্গীর মোল্লার বাড়ির পাশে একটি বিচালী গাদায় বিপুল পরিমাণ তাজা ককটেল মজুদ করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে যশোর ডিবি পুলিশ ও বেনাপোল পোর্ট থানা পুলিশ যৌথ সেখানে অভিযান চালিয়ে ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। 

কে বা কারা ককটেলগুলো রেখেছে তা তদন্তপূর্বক জানা যাবে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করে থানায় এনে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। কে বা কারা এ ককটেলগুলো এখানে রেখেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। 

এএইচ