ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

গাজায় নিহতের সংখ্যা পৌঁছালো ২৪ হাজারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬ এএম, ১৫ জানুয়ারি ২০২৪ সোমবার

অবরুদ্ধ গাজায় বিরামহীনভাবে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রাতভর খান ইউনিসসহ উপত্যকার বিভিন্ন শহরে হামলা চালিয়েছে দখলদার বাহিনী।

হামলার তীব্রতা বাড়ায় গেল ২ দিন ধরে গাজায় ইন্টারনেট ও টেলিযোগাযোগ বন্ধ বলে জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। 

এদিকে, শীতের প্রকোপ বাড়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছে গাজার বাস্তুচ্যুত মানুষরা। এছাড়া খাদ্য পানি ও গরম কাপড়ের অভাব সংকট আরও বাড়াচ্ছে।

অন্যদিকে পশ্চিম তীরের অন্তত ৮টি শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। এ সময় ৫ ফিলিস্তিনিকে হত্যার পাশাপাশি অসংখ্য মানুষকে গ্রেপ্তার ও বেশ কিছু ভবন গুঁড়িয়ে দেয়া হয়। এ নিয়ে গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা ২৪ হাজার। 

হাজায় অবিলম্বে হামলা বন্ধ এবং যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বিক্ষোভ আন্দোলন অব্যাহত রয়েছে।

প্রায় তিন মাস ধরে ইসরায়েলি বর্বরোচিত হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে, যা গত ৭৫ বছরে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে মারাত্মক সংঘর্ষ হিসেবে চিহ্নিত করেছে।

এএইচ