ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২৭ ১৪৩১

ভোলায় মাল বোঝাই ট্রলার ডুবি, বাবা-ছেলে নিখোঁজ

ভোলা প্রতিবেদক

প্রকাশিত : ০২:০৫ পিএম, ২২ জানুয়ারি ২০২৪ সোমবার

ভোলার মেঘনা নদীতে অতিরিক্ত মালামাল বোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এসময় ৫ জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করতে পারলেও নিখোঁজ রয়েছেন আরও দুজন।

রোববার মধ্যরাতে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোরখাল সংলগ্ন মেঘনা নদীতে ঢেউয়ের কবলে পড়ে ৭ জন নিয়ে মালামাল বোঝাই ট্রলারটি ডুবে যায়। 

নিখোঁজ দুজন হলেন রাজ্জাক সরদার ও পারভেজ সরদার। তারা বাবা-ছেলে।

ভোলা নৌপুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার ঘোষ জানান, মনপুরা থেকে একটি ট্রলার অতিরিক্ত ভাঙ্গারি মালামাল নিয়ে মেহেন্দীগঞ্জ যাচ্ছিল। পথে ট্রলারটি মেঘনা নদীর জোরখাল এলাকায় তীব্র বাতাস ও স্রোতের চাপে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ৫ ব্যক্তিকে জেলে ট্রলারের সহায়তায় উদ্ধার করা হয়। বাকি ২ জন এখনও নিখোঁজ রয়েছেন।

ট্রলারে থাকা সবাই মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা।

বিদ্যুৎ কুমার আরও জানান, ঘটনার পর থেকে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।

এএইচ