ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

গাজীপুরে কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা, ছোটভাই পলাতক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫২ এএম, ২৯ জানুয়ারি ২০২৪ সোমবার

জমি সংক্রান্ত বিরোধের জের গাজীপুরের কালিয়াকৈরে এক কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। 

ঘটনাটি ঘটেছে রোববার বিকালে গাজীপুরের কালিয়াকৈরের সাজনধারা গ্রামে। ঘটনার পর থেকে ঘাতক ছোটভাই  পলাতক রয়েছে।

নিহত হলেন  রেজা সাঈদ আল মামুন । তিনি চন্দ্রা ত্রিমোড় এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, কলেজ শিক্ষক রেজা সাঈদ আল মামুন দুপুরের পর তিনি কলেজ থেকে বাড়ি ফিরেন। বিকালে বাড়ির পাশে একটি খেতে জমে থাকা আগাছা পরিস্কার করতে শুরু করেন। জমিতে কাজ করা অবস্থায় পিছন দিক থেকে হঠাৎ তার ছোট ভাই মজিবুর  লাঠিশোঠা দিয়ে এলোপাথারী মারধোর করে গুরুতর জখম করে। 

স্বজনদের আহাজারি

খবর পেয়ে বাড়ির ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসাপতালে নিয়ে যাওয়ার চেষ্টাকালে তার মৃত্যু হয়।  রাত ৮টার দিকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে কালিয়াকৈর থানা পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম জানান, জমিজমা বিরোধকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এএইচ