ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

গুলজা ম্যাসাকার দিবস স্মরণে ঢাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৬ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার

গুলজা ম্যাসাকার দিবস স্মরণে ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকারম দক্ষিণ গেটে চীনের কমিউনিস্ট সরকারের দ্বারা অত্যাচারিত উইঘুর মুসলিমদের নির্যাতনের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সচেতন নাগরিক সমাজ আজ ৫ই ফেব্রুয়ারি এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে। ১৯৯৭ সালে চীনের উইঘুর প্রদেশের গুলজা শহরে ঘটে যাওয়া গণহত্যার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলে হাজার হাজার মুসলিম সংহতি জানাতে সমাবেত হয়। তারা বর্তমান চীনের কমিউনিস্ট সরকারের উইঘুরদের উপর অত্যাচার ও হত্যার বিচার এবং গুলজা ম্যাসাকার এর প্রতিবাদ জানান। উক্ত সমাবেশে আবুল হোসেন এর সভাপতিত্বে বিভিন্ন আলেম সমাজ ও গণ্যমান্য ব্যক্তি চীনের বর্তমান সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখেন।

প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন শাহাদাত হোসেন,নজরুল ইসলাম, হুমায়ুন কবির, ওয়াহিদ, আব্দুল মতিন ও সালাউদ্দীন।