ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১ ১৪৩১

বিদেশি পিস্তলসহ লক্ষ্মীপুরে ২ যুবক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৮ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ মো. রাছেল ও মো. ইমরান নামের দুই যুবককে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারেক বিন রশিদ প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেছে। মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতার রাছেল দেওপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে ও ইমরান একই এলাকার তাজল ইসলাম সুমনের ছেলে। তাদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মাদকসহ বিভিন্ন ঘটনায় ৮টি মামলা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে রাছেল ও ইমরানকে আটক করা হয়। পরে রাছেলের কাছ থেকে ম্যাগাজিন সংযুক্ত পিস্তলটি উদ্ধার করা হয়েছে। তাদের তথ্য অনুযায়ী পরবর্তীতে নোয়াখালীর কবিরহাটের চাঁনপুর শাহা গ্রাম থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা প্রমুখ।

এসপি মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটির তদন্ত অব্যাহত আছে।

এএইচ