ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

যথাসময়ে আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পাওয়া যাবে: অর্থমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২২ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণ করেছে বাংলাদেশে। ফলে সময়মতোই ঋণের তৃতীয় কিস্তি পাওয়া যাবে।

বৃহস্পতিবার সচিবালয়ে আইএমএফ-এর আবাসিক প্রতিনিধি জায়েন্দু দে’র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফের ঋণের ক্ষেত্রে বাংলাদেশকে তারা যেসব শর্ত দিয়েছে, বাংলাদেশ তার বেশিরভাগই পূরণ করেছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তারা আজ এসেছিল। তারা আবার মার্চ মাসে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে; আশা করছি, বাংলাদেশ ঋণের তৃতীয় কিস্তি পেয়ে যাবে।

কিস্তির বাইরে নতুন কোনো বাজেট সহায়তার আশ্বাস পাওয়া গেছে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি তারা খতিয়ে দেখবে। পরিস্থিতি ভালো। দেখা যাক, কী হয়।

এমএম//