ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

বিরোধী দল হিসেবে সংসদে যাওয়ার নির্দেশনা ইমরান খানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার

কেন্দ্র ও পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে বিরোধী দল হিসেবে যোগদানের জন্য দলীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান।

এ তথ্য জানিয়েছেন পিটিআইয়ের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সাইফ। তিনি বলেছেন, দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী কেন্দ্র ও পাঞ্জাবে বিরোধীদল হিসেবে যোগদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের ব্যারিস্টার সাইফ আরও জানিয়েছেন, ইমরান খানের নির্দেশনা অনুযায়ীই তারা অন্যান্য দলগুলোর সঙ্গে যোগাযোগ করছেন। এদিকে, পিটিআই-এর কয়েকজন প্রতিনিধি জামায়াত-ই-ইসলামির নেতাদের সঙ্গে দেখা করেছেন। এই বৈঠকে ভোট ডাকাতির অভিযোগে দুই দলই একসঙ্গে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। 

আজ দেশজুড়ে পিটিআই-এর বিক্ষোভ কর্মসূচিতেও থাকবে জামায়াত।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৬টি আসনের মধ্যে ২৬৫ আসনে নির্বাচন হয়। তবে দলীয় প্রতীক না থাকায় এবারের নির্বাচনে ইমরান খানের মনোনীত ব্যক্তিরা স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে নির্বাচন করেন। স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেও পিটিআই ৯২টি আসনে জয় পায়।

এএইচ