ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪,   বৈশাখ ২৭ ১৪৩১

জিআই পণ্য হতে পারে এমন পণ্যের তালিকা তৈরির নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার

বাংলাদেশের জিআই পণ্য হতে পারে- এমন সব পণ্যের তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী ১৯ মার্চের মধ্যে এই তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে। 

আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিচারপতি খুরশীদ আলম সরকার ও সরদার মো: রাশেদ জাহাঙ্গীর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 

একইসঙ্গে জিআই পণ্যের তালিকা তৈরি ও সংরক্ষণের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।

শুনানীতে আইনজীবী বলেন, ১৯৯৫ সালে ট্রিপস এগ্রিমেন্ট হওয়ার ১৮ বছর পর আইন হলে ২১টি পণ্য তালিকাভুক্ত হয়। কিন্তু দেশে তাঁত শিল্পসহ অন্যান্য পণ্যের রেজিষ্ট্রেশন নেই। 

সব মন্ত্রণালয় নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের সম্ভাব্য জিআই পণ্যের তালিকা ও সংরক্ষণ চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী সারাওয়াত সিরাজ শুক্লা।

সম্প্রতি অনুমোদিত হয় টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃতসাগর কলা ও গোপালগঞ্জের রসগোল্লা। ১২ ফেব্রুয়ারি নতুন ৪টি জিআই পণ্যের জার্নাল প্রকাশিত হওয়ায় মোট অনুমোদিত জিআই পণ্যের সংখ্যা এখন ২৮টি।

এএইচ