ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

ইসরায়েলের বিরুদ্ধে শুনানি চলছে জাতিসংঘের আদালতে

আজহারুল ইসলাম

প্রকাশিত : ০৯:৪১ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার

ফিলিস্তিনের মাটিতে দখলদারিত্বের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে ফের শুনানি চলছে জাতিসংঘের আদালতে। এক সপ্তাহের শুনানিতে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন, বাংলাদেশসহ কয়েকটি দেশ। আদালতের রায় পেতে সময় লাগবে কয়েক মাস।

১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি অধিগ্রহণের পরিণাম নিয়ে হেগের পিস প্যালেসে জাতিসংঘ শীর্ষ আদালতে চলছে শুনানি। ইসরায়েল-হামাস যুদ্ধের পাশাপাশি এতে আলোচিত হচ্ছে পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলের উন্মুক্ত দখলদারিত্বও। 

আন্তর্জাতিক বিচারিক আদালতের সদর দপ্তরে টানা ছয়দিনের শুনানিতে আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের সঙ্গে আছে বাংলাদেশও।

ইসরায়েলি দখল যে অবৈধ- সে দাবির সপক্ষে মঙ্গলবার যুক্তি দেবেন ফিলিস্তিনের প্রতিনিধিরা।  দেশটির মতে, এটি আন্তর্জাতিক আইনের তিনটি মূলনীতি লঙ্ঘন করেছে। 

শুনানিতে বক্তব্য দেয়ার নির্ধারিত সময় না থাকলেও লিখিত বিবৃতি জমা দিতে পারে ইসরায়েল। 

২০২২ সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে বিশাল ভোটের ব্যবধানে পাস হওয়া প্রস্তাবে উপদেশমূলক মতামত দিতে বিশ্ব আদালতকে জানানো হয়। ফিলিস্তিনিদের এ প্রস্তাবে তীব্র বিরোধিতা করে ইসরায়েল।

বিশেষজ্ঞরা বলছেন, আদালতের সিদ্ধান্ত আইনগতভাবে বাধ্যতামূলক না হলেও আন্তর্জাতিক আইন শাস্ত্র এবং ইসরায়েলকে আন্তর্জাতিক সহায়তা ও জনমতকে গভীরভাবে প্রভাবিত করতে পারে।

এএইচ