ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

সন্দ্বীপ সমিতি ঢাকা’র বনভোজন অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার | আপডেট: ০৪:১৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার

সন্দ্বীপ সমিতি, ঢাকার আয়োজনে বনভোজন সম্পন্ন হয়েছে। শুক্রবার ২৩ ফেব্রুয়ারি গাজীপুরের জয়দেবপুর বালুচাকুলি জামান হাউজে মনোরম প্রাকৃতিক সান্নিধ্যে সন্দ্বীপবাসিদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।

ঢাকায় অবস্থানরত সন্দ্বীপের নানা-পেশার মানুষ শেকড়ের টানে, প্রীতির বন্ধনে আবদ্ধ হতে সপরিবারে প্রায় এক হাজার সন্দ্বীপবাসী এই মিলনমেলায় যোগ দেয়। নানান শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গাজীপুর যেন এক টুকরো সন্দ্বীপে রূপ নেয়।  

ঋতুরাজ বসন্তের শুরুতে এমন আয়োজন যেন মধুর মিলন। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে পরিবারের সদস্যদের নিয়ে সবাই ছুটে গিয়েছিল শহর থেকে দূরে। গ্রামের বাড়ির মতো খোলামেলা সবুজ পরিবেশ পেয়ে শিশু কিশোরদের বাঁধ ভাঙ্গা আনন্দ সকলের দৃষ্টি কেড়েছে। তরুণদের পাশাপাশি বয়স্করাও বন্ধুবান্ধব নিয়ে সবুজ ছায়ায় বসে আড্ডায় মেতে ছিল সারাদিন। মন খুলে প্রাণের কথা বলতে পিছিয়ে ছিল না নারীরাও। দুপুরের খাবারে ছিল চট্টগ্রামের মেজবানের আমেজ। বিকেলের ক্লান্ত আলোতে পিঠাপুলির স্বাদ ছিল অনন্য।

অনুষ্ঠানের শেষ দিকে দেশ খ্যাত সঙ্গীতশিল্পী সাব্বির জামান এবং শিলার দ্বৈত সংগীত পরিবেশন করেন। রেফেল ড্রতে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়। একই সঙ্গে সন্দ্বীপের বিশিষ্টজনদের সংগঠনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। বনভোজনের অন্যতম আকর্ষণ ছিল খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান রাফেল ড্র।

পুরো আয়োজন জুড়ে উপস্থিতি ছিলেন সন্দ্বীপের সাংসদ ও সমিতির সভাপতি মাহফুজুর রহমান মিতা, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী বাবলু, ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান, বৃহত্তর মিরপুর সন্দ্বীপ সমাজের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ ড. সালেহা কাদের, বিশিষ্ট শিল্পপতি আব্দুল জলিল, ব্যবসায়ী ও সংগঠক এস এম যাহেদুল আলম সুমন, বাসসের সিটি এডিটর কানাই চক্রবর্তী, জিটিভির হেড অব নিউজ ইকবাল করিম নিশান, চ্যানেল আইয়ের প্রযোজক শওকত আলী, সাংবাদিক আবুল হোসেন, একুশে টেলিভিশনের  সাংবাদিক কাজী ইফতেখারুল আলম তারেক প্রমুখ। সমিতির নেতৃবৃন্দদের কঠোর পরিশ্রমে একটি সফল ও সার্থক বনভোজন সম্পন্ন হয়।

কেআই//